গবাদি পশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও গবাদি পশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। দীর্ঘ দেড় মাস বন্যার পানিতে তলিয়ে থাকায় চারণভুমির গো-খাদ্য পঁচে গেছে। নষ্ট হয়ে গেছে গবাদি পশুর সঞ্চিত খাবারও। এ অবস্থায় নিজেদের খাবারের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
এবারের বন্যায় কুড়িগ্রামের ৯ উপজেলার ৫৭টি ইউনিয়ন প্লাবিত হয়। চার লক্ষাধিক মানুষের পাশাপাশি বন্যা কবলিত হয়ে পড়ে এক লক্ষাধিক গবাদি পশু ও দুই লক্ষাধিক হাঁস-মুরগি। শুধু প্রাণী সম্পদের ক্ষতি হয় ৩০ লাখ টাকা। পানি নেমে গেলেও জেলার চার শতাধিক চরাঞ্চলের প্রায় দেড় হাজার একর চারন ভূমিসহ বাড়িতে রাখা গবাদি পশুর খাবার নষ্ট হয়ে গেছে।
টানা বন্যায় চরাঞ্চলের কর্মহীন মানুষ, নিজেরা খেয়ে-না-খেয়ে দিন পাড় করলেও, গবাদি পশু খাবার নিয়ে পড়েছেন মহাবিপাকে।সরকারিভাবে গো-খাদ্য বিতরণ করলেও, বেশিরভাগ গবাদি পশুর মালিকের ভাগ্যে তা জুটছে না বলে অভিযোগ করেছেন, কেউ কেউ। তবে, গো-খাদ্য বিতরণসহ নানা প্রনোদনা দেয়ার কথা জানান, এই কর্মকর্তা। চরাঞ্চলের প্রকৃত বন্যা দুর্গতদের, খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানান, স্থানীয়রা।





















