গত ২৪ ঘন্টায় ১৬ জেলায় ১০১ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, সিলেটে ১৩, সুনামগঞ্জে ১১, নেত্রকোনায় ২, ঠাকুরগাঁওয়ে ৭, পঞ্চগড়ে ২, যশোরে ১০ জন, সাভারে ৩, দিনাজপুরে প্রথম ১, ঝালকাঠিতে ১, মানিকগঞ্জে ৩, ময়মনসিংহে ১০, কুষ্টিয়ায় ৫, জামালপুরে ৭ ও ঝিনাইদহে ৮ জনসহ ১৬ জেলায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১২ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দু’জন দ্বিতীয় বারের মতো আক্রান্ত হলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় এক ভবঘুরেসহ আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জন।
সিলেট বিভাগে নতুন আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে দু’জন সিলেটের।
সুনামগঞ্জে ২৪ ঘন্টায় আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীরা সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
নেত্রকোনায় আরো দু’জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৫ জন।
ঠাকুরগাঁওয়ের ৩টি উপজেলায় আরো ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিরা ছুটির মাঝে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় এসেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা এক যুবকসহ দেবীগঞ্জ উপজেলায় ঢাকা ফেরত আরো দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার এক তরুণী, অন্যজন একই উপজেলার চেংঠি হাজরাডাংগা এলাকার।
যশোরে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের করোনা শনাক্ত হলো।
সাভারের ধামরাইয়ে নতুন করে আরও ৩ জনের কারোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
দিনাজপুরের হিলিতে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
ঝালকাঠির নলছিটি উপজেলা হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নলছিটি উপজেলা দু’জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জন।
মানিকগঞ্জে বাবা-ছেলেসহ আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাবা-ছেলে মানিকগঞ্জ পৌরসভার টিনপট্টি এলাকার বাসিন্দা। অপরজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক।
ময়মনসিংহে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১৮ জনের করোনা শনাক্ত হলো। নতুন ১০ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক, ৩ জন স্টাফ এবং ত্রিশালের ১ জন রয়েছে।
কুষ্টিয়ায় এক নারী স্বাস্থ্যকর্মীসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল।
জামালপুরে নতুন করে এক চিকিৎসক, ৪ স্বাস্থ্যকর্মী, এক পুলিশ সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১। এদের মধ্যে ৭ চিকিৎসকসহ ২৩ জনই স্বাস্থ্যকর্মী। এরা বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজের কোভিড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
এদিকে, ঝিনাইদহে নতুন করে ৩ চিকিৎসকসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শৈলকুপায় ৪ জন, কোটচাদঁপুরে ১ জন ও কালীগঞ্জে ৩ জন। এ পর্যন্ত জেলায় মোট ২১ জন করোনা শনাক্ত হয়েছে।