গত ২৪ ঘন্টায় ১১ জেলায় মোট ১৭৫ জনের দেহে করোনা শনাক্ত

- আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৬, সাভারে ৩১, ময়মনসিংহে ১৪ রাঙামাটিতে ১১ জন এবং সিরাজগঞ্জে ৩ পুলিশ সদস্যসহ ১১ জেলায় মোট ১৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে নতুন করে আরো ৭৬ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২১ জনে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ২ চিকিৎসকসহ নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসক ও ৮ স্বাস্থ্যকর্মীসহ ৯ জন, সদর উপজেলার ৩ জন, ঈশ্বরগঞ্জের ১ চিকিৎসক এবং ভালুকার ১ স্বাস্থ্যকর্মী রয়েছে।
রাঙামাটিতে নতুন করে আরো ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের একজন নার্স ও একজন আয়া ছাড়াও ৬জন জুরাছড়ি উপজেলা ও ২ জন লংগদু উপজেলার ও ১জন রাঙামাটি সদেরর বাসিন্দা।
সিরাজগঞ্জে একদিনে রেকর্ড ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও ৩ জন পৌরসভার স্টাফ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম।
নেত্রকোনায় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, গোয়েন্দা বিভাগের একজনসহ ৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জনে দাড়িয়েছে।
পঞ্চগড়ে নতুন কর আরো ১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৫ জন।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন চিকিৎসক ও একই পরিবারের চারজনসহ নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্টেটসহ গত ২৪ ঘন্টায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৩ জন।
মৌলভীবাজারে নতুন করে একজন স্বাস্থ্যকর্মী ও এক নার্সসহ ২জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তারা ২জনই ২৫০ শয্যা মৌলভীবাজার হাসপাতালে কর্মরত।এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ৫৭জনের।
দিনাজপুরে নতুন আরো ২ জন করেনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০ জনে।
সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৫ জন।