গত ২৪ ঘন্টায় দেশের ১১টি জেলায় আরো ২২৭ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় দেশের ১১টি জেলায় আরো ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৯৬ জন, ফেনীতে ৩১, চুয়াডাঙ্গায় ২৭, দিনাজপুরে ১৮, ময়মনসিংহে ১১ এবং গোপালগঞ্জে ৪ জন রয়েছেন।
চট্টগ্রামে একদিনে আরো ৯৬ জন রোগীর করোনা ভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে চারজন দ্বিতীয়বারের মতো আক্রান্ত। তারা সবাই চট্টগ্রামসহ আশপাশের জেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯শ’ জন ছাড়ালো।
ফেনীতে নতুন করে আরও ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেরায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্যবিভাগ।
চুয়াডাঙ্গায় একদিনে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক ও দুই স্বাস্থ্য কর্মীসহ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দিনাজপুরে ২৪ ঘন্টায় ৩ মহিলাসহ নতুন আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন মোট ৮২ জন।
নেত্রকোনায় পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কেন্দুয়া উপজেলারই ১২ জন। এর মধ্যে কেন্দুয়া থানায় এসআই ও এএসআইসহ ৮ জন, ইউএনও অফিসের অফিস সহায়ক দুইজন, এসিল্যান্ড অফিসের প্রসেস সার্ভার একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসলসিএ একজন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ১ চিকিৎসকসহ নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসক, ধোবাউড়ার ৫ জন, হালুয়াঘাটের ৩ জন এবং সদর উপজেলার ২ জন রয়েছে।
হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ মহিলা এবং তাদের বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
মানিকগঞ্জে ১ নারীসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্য ১৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে এক নারী স্বাস্থ্য কর্মীসহ চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন। আক্রান্তদের বাড়ীসহ আশাপাশের ৩০টি বাড়ী লকডাউন করা হয়েছে।
পিরোজপুরে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এরা তিনজন জেলা সদরের বাঁশবাড়িয়া, স্বরূপকাঠির সোহাগদল ও নাজিরপুরের বলিবাবলা ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে পিরোজপুরে ৩৪ করোনা রোগী সনাক্ত হলো।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঢাকা ফেরত বায়িং হাউজে কর্মরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এঘটনায় উপজেলার দাড়কি গ্রামে ওই যুবকের বাড়িসহ ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।