গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন

- আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে এই সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার ৮টা পর্যন্ত ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন।
করোনার মৃত্যুর মিছিলে সবচে বেশি রোগী রাজশাহীতে। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। গতকাল পর্যন্ত নতুন ১০ জনসহ চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮শ’ জনে। অন্যদিকে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে খুলনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। সাতক্ষীরায় মারা গেছে ৯ জন । কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে ১২ জনের, শনাক্ত হয়েছে ৩২৫। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের । এখানে শনাক্তের হার ৬২ দশমিক ৭৬। পটুয়াখালীতে মারা গেছেন ২ জন।
এদিকে, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের যান্ত্রিক ত্রুটির কারণে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ আছে।