গণ পরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী উপনেতা জিএম কাদের বলেছেন, গণ পরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদের পর দু’দিনে আবারো কর্মস্থলে ফিরতে হবে সবাইকে। সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তাদের দু’দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা। তাই, করোনা সংক্রমণ রোধ করতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের বিধিনিষেধ আরো পেছাতে হবে।