গণ-অভ্যুত্থানে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯৯০ সালের পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। তাই গণ-অভ্যুত্থান করে সরকার পতন ঘটানো বিএনপি’র দিবাস্বপ্ন মাত্র। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, অর্থনীতির অনেক সূচকেই বাংলাদেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ওদিকে এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন, পৌরসভার মতো শিগগিরই ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন করা হবে।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন আর অভ্যুত্থানের হাকডাকের দৌড় জনগণ বোঝে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মন্তব্য করেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে গেছে । পাকিস্তানের চেয়ে ৪০ ভাগ এগিয়ে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের চেয়ে ৭/৮টা সূচকে আমরা এগিয়ে। দুপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটি অভ্যন্তরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এতিমের টাকা আত্মসাতের লোভ সামলাতে না পেরে বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি দল।
এদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, পৌরসভা নির্বাচন আইনের মতো ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও আইন খুব শিগগিরই প্রবর্তন করা হবে।
পটুয়াখালীর স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান এলজিআরডি মন্ত্রী।