গণেশতলায় রডের দোকানের গ্রিল কেটে চুরির দায়ে ১ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের গণেশতলায় চুরির দায়ে এক ব্যক্তিকে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে বেধড়ক পিটিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে শহরের কয়েকটি রডের দোকানের গ্রিল কেটে চোরচক্র রড চুরি করে। একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে বাকীরা পালিয়ে গেলেও রফিক নামের একজন ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।