গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজেও আনতে পারে ইতিবাচক পরিবর্তন : স্পীকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজেও আনতে পারে ইতিবাচক পরিবর্তন।
দুপুরে রাজাধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, বানোয়াট সংবাদ ও প্রোপাগান্ডা সহজেই ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক তথ্য দিতে হবে। পরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন এবং টেলিভিশন ও রেডিওর ৯ জন সাংবাদিকের হাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।