গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত হাস বলেন, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এটি সত্যিই বিস্ময়কর এবং অসামান্য দক্ষতা। রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশী জনগোষ্ঠীকে সহায়তা প্রদান অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন তারা। এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।