গণপরিবহন এবং পণ্যবাহী গাড়ি চালুর দাবি আদায়ে কাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
 - / ১৫৬৫ বার পড়া হয়েছে
 
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন এবং পণ্যবাহী গাড়ি চালুর দাবি আদায়ে কাল ২ মে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ৪ মে সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবস্থান কর্মসূচি রয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা- এ ঘোষণা দেন। সংগঠনের নেতারা বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় এই খাতের ৫০ লাখ শ্রমিক এখন কর্মহীন। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। এর প্রতিক্রিয়ায় পরিবহন শ্রমিকরা রাস্তায় নামলে তার দায় ফেডারেশন বহন করবে না। এ সময় নেতারা, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহণ চলাচলের দাবী জানান। পাশাপাশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দাবি করেন।
																			
																		













