গণধর্ষনের মামলা তুলে নিতে ধর্ষিতার ভাইকে অপহরণের পর মারধর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে গণধর্ষনের মামলা তুলে নিতে আসামীদের হুমকি। কথা মেনে না নেয়ায় ধর্ষিতার ভাইকে অপহরণের পর মারধর করে মুমূর্ষ অবস্থায় ফেলে গেছে আসামীরা।
গেলোরাতে উপজেলার সোয়ালিয়া ব্রিজের কাছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের গণধর্ষনের মামলা তুলে নিতে ভাইসহ পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে আসামী ও তার স্বজনরা। এরই জেরে গেলোরাতে শ্যামনগর উপশহরে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।