গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও অর্থনীতির কাঠামো রাতারাতি পরিবর্তন হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে সংস্কার করতে হবে। এর জন্য দ্রুত নির্বাচন দরকার। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি শাসন ও ক্ষমতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার সংস্কারের চেষ্টা করছে। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সংস্কার তো রাতারাতি হয় না। সংস্কারটা মানুষের জন্য। সুতরাং এই মানুষের মন-মানসিকতায় তো একটা পরিবর্তন আনতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হরণসহ সার্বিক দিক থেকে গত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে ১ লাখ দিতে হতো এখন দিতে হয় ৫ লাখ।পুলিশ দায়িত্ব এড়িয়ে চলছে। চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না। একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে হবে।