গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার জায়গা নেই : মার্কিন পররাষ্ট্র দপ্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের গণগ্রেফতারে বিএনপির অভিযোগের বিষয়টিও আমলে নিয়েছে পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এছাড়া বাংলাদেশে আলাদা করে কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানানো হয়েছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, আগেও বলা হয়েছে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং যুক্তরাষ্ট্র, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী নয়।