গণতন্ত্র রক্ষার নামে দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে মাঠে বিএনপি : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গণতন্ত্র আর স্বাধীনতার রক্ষার নামে দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি অতীতে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে জিম্মি করে রাজনীতি করছে। ক্ষমতায় বসতে দেশের স্বাধীনতাকেও ব্যবহার করেছে দলটি।
কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের একত্র করে আন্দোলনে নেমেছে বিএনপি। দেশপ্রেমিক জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে বলেও প্রত্যাশা তাঁর। জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি মেনে চলতে দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।