গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথে হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস এ ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। এতে তিনি আরও বলেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা করে বিএনপি’র আন্দোলন দমিয়ে রাখা যাবে না। বহির্বিশ্বে আওয়ামী লীগের ভাবমূর্তি ধরে রাখতে বিএনপি’র গুম নেতা-কর্মীদের পরিবারের কাছ থেকে ফরমায়েসী স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। মানববন্ধন থেকে তাজমেরী ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।