গণতন্ত্রের মুখোশধারী আওয়ামী লীগ ইতিহাসে ঠাঁই পাবে না : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
১৯৭৫’র মতো আওয়ামী লীগ আবারো গণতন্ত্র হত্যায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের মুখোশধারী দলটি ইতিহাসের পাতা থেকে একদিন হারিয়ে যাবে। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সরকারের মিথ্যা আশ্বাসে বিএনপি ভবিষ্যতে কোন নির্বাচনে অংশ নেবে না। দিনাজপুর ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
দিনাজপুরের, জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমসাময়িক ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন। বলেন,এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেন, সিন্ডিকেটের চক্করে পড়ে দ্রব্যমূল্যে ক্রমাগত বাড়ছে। সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
পটুয়াখালী, নাটোর ও ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মিদের ধস্তাধস্তি হয়। পুলিশ ও সরকার দলীয় সমর্থকদের বাধায় ঝালকাঠিতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়।
এছাড়া, সিরাজগঞ্জ, নওগাঁ কুষ্টিয়া, যশোর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালীও খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশে, নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করার কথা বলেন বিএনপি নেতাকর্মিরা