গণতন্ত্রকে সম্পুর্ণরুপে ফেরাতে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে সম্পুর্ণরুপে ফেরাতে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট- এমন তথ্য জানিয়েছেন ফ্রন্টের আহবায়ক ডক্টর কামাল হোসেন।
বেলা সাড়ের এগারোটার দিকে মতিঝিলে নিজ কার্যালয়ে বিএনপির মনোনীতি প্রার্থীদের সমর্থন দেয়ার পর তিনি একথা বলেন। হয়তো আগের নির্বাচনের মতো নাটক অনুষ্ঠিত হবে-এমন আশঙ্কা করে ড. কামাল বলেন, জনগণের অধিকার আদায়ে সবাইকে জাগ্রত করে এই আন্দোলন জোরদার করতে হবে। এসময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এবার রায় কেড়ে নিতে দেয়া হবে না। আর ২০১৮ এর মতো নির্বাচন হলে পার পাবে না সরকার।