গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে

- আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারাদেশে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ কার্যক্রম। করোনার গণটিকা কার্যক্রমে ফুল ডোজ নেয়ার দ্বিতীয় দিন আজ। আজ দ্বিতীয় ডোজ পাবে ৯ ও ১০ই আগস্টে টিকা গ্রহণকারীরা। এ কার্যক্রম চলবে কাল পর্যন্ত।
দ্বিতীয় ডোজ গ্রহণ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে টিকা প্রত্যাশীরা। কোন ধরনের ঝামেলা ছাড়াই টিকা নিতে পারায় খুশি বেশিরভাগ মানুষ। সকাল ৯টা থেকে টিকা গ্রহনের সময় নির্ধারিত থাকলেও ঝামেলা এড়াতে আগে ভাগেই লাইনে দাঁড়ান অনেকে। সময়মতো দু’টি ডোজই সম্পন্ন হওয়ায় সন্তুষ্টির কথা জানান তারা। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। গতকাল প্রথম দিনে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। টিকা কার্যক্রমে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে। আগামীকাল ১১ ও ১২ই আগস্টে টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।