খেলার মাঠে আর গরুর হাট বসবেনাঃ তাপস
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার খেলার মাঠে আর কখনো কোনো গরুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দুপুরে নগর ভবনে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৬৩টিতে ক্রিকেট এবং ৬৪টি ফুটবল দল নিয়ে ঢাকার ১৩টি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মেয়র বলেন, খেলার মাঠ শুধু খেলাধুলা এবং মানুষের হাঁটা-চলার জন্যই থাকবে। ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন এবং ১৫ মার্চ সমাপনী অনুষ্ঠান হবে।

 
																			 
																		
















