খুলনা মহাসড়কে শ্রমিক-পুলিশের সংঘর্ষ

- আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বকেয়া বেতনসহ ১৪ দফা দাবিতে শ্রমিকদের রাজপথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে খুলনা মহাসড়কে শ্রমিক-পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। আহত ১১ জন তার মধ্যে তিনজন পুলিশ। আটক করা হয় ৬ জনকে।
বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে খুলনার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেটে মহাসড়ক অবরোধ করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। ১১ মিনিট পর পুলিশ অবরোধকারীদের মহাসড়ক থেকে তুলে দেয়। এরপর শ্রমিকরা প্রতিরোধ করে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। আহত হয়েছেন ১১ জন শ্রমিক। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এই কার্যক্রমের আজ উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।