খুলনা, বরিশাল, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
খুলনা, বরিশাল, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের ড্রাইভারসহ তিনজনের মৃত্যুদন্ডের রায় পুনঃতদন্তের দাবিতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
কুড়িগ্রামে সরকারের দেয়া ভিজিডি কর্মসূচি বাস্তবায়নকৃত এনজিও ‘কিরারা নো কাই’ কর্তৃক দু:স্থ নারীদের আত্মসাৎকৃত ভিজিডি’র উপকার ভুগীদের সঞ্চয়ের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সড়ক সম্প্রসারণের অজুহাতে চাঁপাইনবাবগঞ্জ সেন্ট্রাল জামে মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন মুসল্লীরা।
এদিকে, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফের অনিয়ম দুর্নীতি ও সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী পক্ষের আইনজীবীকে পিপি নিয়োগ, পরীক্ষিত নেতা কর্মীদের বঞ্চিত করে স্বাধীনতা বিরোধীদের সরকারি আইন কর্মকর্তা নিয়োগ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঘুষখোর পিপি’র কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।