খুলনা ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে গণসমাবেশের অনুমতি পায়নি বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ১২ জানুয়ারি গণসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ওইদিন একই স্থানে একই সময়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসুচি ঘোষণা করেছে যুবলীগ ও ছাত্রলীগ।
দুপুরে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। যে কোন মূল্যে নির্ধারিত সময়েই কর্মসূচি সফল করা হবে বলে জানান তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৩৯ জেলায় সমাবেশ করার কর্মসুচি হাতে নিয়েছে বিএনপি।