খুলনা এখন করোনা ভাইরাসের ‘হটস্পটে’ পরিণত

- আপডেট সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
খুলনা এখন করোনা ভাইরাসের ‘হটস্পটে’ পরিণত হয়েছে। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের সংকটও মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই মৃত্যু এবং সংক্রমণে একের পর এক রেকর্ড ভাঙ্গছে। সারাদেশের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে। কিন্তু চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য চলছে রোগী ও স্বজনদের হাহাকার।
খুলনার পাইকগাছা উপজেলা থেকে করোনার উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে এসেছিলেন স্বপন।কিন্তু ভর্তি হওয়ার আগেই অক্সিজেন শেষ হয়ে যায়।অক্সিজেন দিয়ে তাকে বাঁচাতে স্ত্রীর বিলাপে ভারী হয়ে ওঠে খুলনা ডেডিকেটেড হাসপাতালের সামনের চারপাশ।শাঁখা সিঁদুরের শেষ রক্ষা করতে পারলেন না স্বপনের স্ত্রী অক্সিজেনের অভাবে চোখের সামনে মারা গেল স্বামী।শুধু স্বপনই না এমন ঘটনা ঘটছে অহরহ।
প্রতিদিনই করোনায় স্বজন হারানো অসংখ্য এমন মানুষের আর্তনাদে ভারি হয়ে উঠছে খুলনার চারটি হাসপাতাল।স্বজনদের অভিযোগ অক্সিজেনের অভাবেই বেশি রোগী মারা যাচ্ছে।হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য চলছে রোগী ও স্বজনদের হাহাকার। বিভাগের দশ জেলায় প্রতিদিনই ঝরছে ৫০ থেকে ৬০টি প্রাণ।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মুখপাত্র জানান, ১৩০ শয্যা হাসপাতালে ২০০ জন রোগীর ভর্তি রয়েছে তাই আরো ৭০ শয্যা বাড়িয়ে ২০০ শয্যা উন্নতি করা হচ্ছে করণা ডেডিকেটেড হাসপাতালকে।
বিভাগ জুরে পর্যাপ্ত অক্সিজেন এর ব্যবস্থা করা আছে,অক্সিজেনের অভাবে কোন রোগী মারা যাচ্ছে না বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
আর নাগরিক নেতারা বলছেন,সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষরা এই মুহূর্তে যদি অক্সিজেন উৎপাদনের এর ব্যাপারে নজর না দেয় সামনের দিনগুলো ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে জানান। খুলনা জেলায় আজ করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৭ জন। আর বিভাগে মারা গেছে ৭১ জন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৬ জন।