খুলনায় হাসপাতালের কোনোটিতেই অক্সিজেন প্লান্ট ও লিকুইড অক্সিজেন ট্যাংক নেই
- আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও কোভিডের জন্য বিশেষায়িত হাসপাতালের কোনোটিতেই অক্সিজেন প্লান্ট ও লিকুইড অক্সিজেন ট্যাংক নেই। করোনার দ্বিতীয় আঘাত মোকাবেলায় এই বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকরা।
করোনার প্রথম ধাপে খুলনায় ডেডিকেটেড হাসপাতালে চরম অক্সিজেন সংকট ছিল। দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে এক’শ ৪৮ শয্যা প্রস্তুতের কাজ চলছে। আইসিইউ, ভেন্টিলেটর স্থাপন করা হলেও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই এখনো।
কেবল মহানগরীতেই নয়, উপজেলাগুলিতেও রয়েছে অক্সিজেন সংকট। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বাড়িয়ে অক্সিজেন ব্যাংক তৈরির চেষ্টা চলছে বলে জানান, সিভিল সার্জন।
খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সব জায়গায় অক্সিজেন সরবরাহ নিশ্চিতে কাজ করছে বলে জানায়, স্বাস্থ্য বিভাগ। বর্তমানে খুলনা বিভাগে কোভিড আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৬৩ জন। এখন পর্যন্ত মারা গেছে চার’শ ৬২ জন।


















