খুলনায় বিএনপির ৯২ ও অজ্ঞাতনামা ৭/৮শ নেতাকর্মীর নামে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭/৮শ’ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
গতরাতে খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশের করা মামলায় বিএনপি নেতা শফিকুল আলম তুহিনকে প্রধান আসামি করে ৯২ জন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়া আরো অজ্ঞাত ৭/৮শ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খুলনার ৬নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছিল। সমাবেশে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় শাসক দলের সমর্থকরা সমাবেশে হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।