খুলনার সাউথ সেন্টাল রোডে এখন ‘স্বপ্ন’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন খুলনার সাউথ সেন্টাল রোডে। মঙ্গলবার ১৮ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে স্বপ্নের নতুন এই আউটলেটউদ্বোধন করা হয়।
নতুন আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্নের জোনাল সেলস ম্যানেজার মহিউদ্দিন মহিন, জোনাল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এবং ল্যান্ডওনার ব্যবসায়ী মিঃ গিয়াস উদ্দিন।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৫৭ টি জেলায়। খুলনার নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরওবিস্তৃত হবে।’
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, ‘উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ানগেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।’
আউটলেটের পুরো ঠিকানা: ৮৩, সাউথ সেন্ট্রাল রোড, ঢাকা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার : ০১৪০১–১৮৮৩২১
















