খুলনার লবনচরা থেকে কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর লবনচরা বান্দাবাজার থেকে কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্যকে গ্রেফতার করেছে রেব।
রেব জানায়, গত ৫ বছর পূর্বে আব্দুল মান্নানের দাওয়াতে বায়াত গ্রহণ করে মতিন মেহেদী নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ সংগঠনে যোগদান করে। বিভিন্ন স্থানে দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, স্থানীয় লোকজনকে দাওয়ার প্রদান এবং বায়াত গ্রহণে উৎসাহের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।























