খুলনার বিএনপির মহাসমাবেশের অনুমতি মেলেনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
খুলনার বিএনপির মহাসমাবেশের অনুমতি মেলেনি। তবে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। যেকোনো মূল্যে সমাবেশ করতে প্রতিজ্ঞ নেতাকর্মীরা।
সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে মেয়র প্রার্থীদের নেতৃত্বে মহাসমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি বিকেলে খুলনা সিটিতে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। তাই বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে খুলনা থেকে বিভিন্ন জেলার ১৮টি রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।























