খুলনার পাইকগাছায় ধান চাষের পাশাপাশি চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে মতবিনিময় সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় ধান চাষের পাশাপাশি চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে মতবিনিময় সভা হয়েছে।
এ সময় বক্তব্য দেন, স্থানীয় জমি ও ঘের মালিকরা। তারা বলেন, উপজেলার দেলুটি ও জিরবুনিয়া মৌজায় প্রায় ৩ দশক ধরে ১১ হাজার ১ শ’ বিঘা জমিতে চিংড়ির পাশাপাশি ধান চাষ হয়ে আসছে। বছরের শ্রাবণ মাস পর্যন্ত লবণ পানির চিংড়ি চাষ হয়। পরে নদীর পানি মিষ্টি হওয়ায় একই জমিতে ধান চাষও করা হয়। সকালে পাইকগাছার দেলুটি ইউনিয়নে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেখ সুলতান জাকারিয়া সভাপতিত্ব করেন সভায়। এতে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল।