খুলনার জুলাই শহীদ পরিবারগুলো স্বজন হারানোর যন্ত্রণায় কাতর

- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১৫২৩ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর কেটে গেছে একটি বছর। কিন্তু খুলনার শহীদ পরিবারগুলোর জন্য সময় যেন থমকে আছে সেই বিভীষিকাময় দিনগুলোতেই। স্বজন হারানোর যন্ত্রণা আজও তাদের তাড়া করে। অশ্রুজল এখনও তাদের নিত্যসঙ্গী। বুকের ভেতর জমে থাকা হাহাকার আর ক্ষোভ নিয়ে তারা তাকিয়ে থাকেন প্রিয়জনের শূন্য পথের দিকে।
শহীদদের অন্তহীন শোককে আরও ভারী করে তুলেছে বিচারহীনতার সংস্কৃতি। এক বছর পেরিয়ে গেলেও নির্মম হত্যাকাণ্ডের মূল হোতারা আজও ধরাছোঁয়ার বাইরে। মামলার তদন্ত কিংবা বিচারকাজ শুরু হওয়ার কোনো লক্ষণই নেই। ফলে, ন্যায়বিচার পাওয়া নিয়ে গভীর হতাশায় পরিবারগুলো।
শুধু বিচার নয় অসম্পূর্ণ চিকিৎসা আর তীব্র যন্ত্রণা নিয়ে তাঁরা ঘুরছেন দ্বারে দ্বারে। চোখে-মুখে অনিশ্চিত ভবিষ্যৎ। একটু সুস্থভাবে বেঁচে থাকার আকুতি নিয়ে এখন তাঁরা সরকারের জরুরি সহযোগিতা কামনা করছেন।
জুলাই গণহত্যার মামলা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।
সট: ১ সাজিদুল ইসলাম বাপ্পি, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা।
২৪ এর গণআন্দোলনে খুলনায় নিহত হয়েছে ৫ জন আর আহত শতাধিক।