খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
 - / ১৯৫৬ বার পড়া হয়েছে
 
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতরাতে নগরীর ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রানার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি, প্রতারণার ১০টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বেরিয়েছেন। আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৭টার দিকে রানা ও পলাশ ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২ থেকে ৩ জন অস্ত্রধারী তাদেরকে লক্ষ্যে করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
																			
																		













