খুমেক হাসপাতালে ইণ্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইণ্টার্ণ চিকিৎসকদের প্রয়োজনীয় পার্সোনাল ইকুইপমেন্ট না দেয়ায় চলছে অনির্দিষ্ট কালের কর্মবিরতি।
তাদের দাবি, হাসপাতালে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করলেও এই জরুরি মুহূর্তে এখন পর্যন্ত কোন ধরনের সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে তাঁদের জীবন। যে মুহূর্তে সুরক্ষা সামগ্রী দেয়া হবে সেই মুহূর্তেই তারা কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসা দিতে গিয়ে দুই ইন্টার্ন চিকিৎসক জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হলে অন্যদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের দুর্ভোগ বেড়েছে।