খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সাতক্ষীরা আধুনিক সদর হাসপাতাল

- আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সাতক্ষীরা আধুনিক সদর হাসপাতাল। সার্জারি, মেডিসিন, গাইনি অ্যানেসথেসিয়া কনসালটেন্ট নেই। নেই কোনো প্যাথলজিস্ট ও রেডিওলোজিস্ট। জনবল সংকটে হাসপাতালটিতে ভোগান্তির সীমা নেই রোগী ও স্বজনদের। চিকিৎসক স্বল্পতার কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি।
২২ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় সাতক্ষীরার সদরে গড়ে তোলা হয় আধুনিক সদর হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ১৩টি কনসালটেন্ট পদের বিপরীতে রয়েছে মাত্র ৫ জন জুনিয়র। ইনডোরে চিকিৎসক রোগী পরিদর্শনে আসেন ২৪ ঘণ্টায় একবার। আউটডোরেও বেহাল অবস্থা। অনেক রোগীই চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছেন।
রোগীর চাপ অনেক বেশি ডাক্তার না থাকায় হিমশিম খেতে হয় নার্স ও সেবিকাদের জানান নার্সিং সুপার ভাইজার।
২৭টি পদের মধ্যে প্রধান ১২ পদসহ ১৪টি পদই শূন্য রয়েছে জানান আবাসিক মেডিকেল অফিসার আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি বলে জানান সিভিল সার্জন।
সদর হাসপাতালে জরুরি ডাক্তার সংকট সমাধানে দ্রুত ব্যবস্থাগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসির।