খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল ও কাল শনিবার সকল উপজেলা/থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল।
স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক রফিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে খালেদা জিয়ার চিকিৎসা বিশ্বের উন্নত হাসপাতালে হওয়া দরকার। তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার।