খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এদিকে, আজ গুলশানে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের জানান, সরকার যদি চায়, চেয়ারপারসনের পরিবার আবেদন করলে দেশে অথবা বিদেশে তিনি উন্নতি চিকিৎসা নিতে পারবেন। সেক্ষেত্রে বেঁধে দেয়া শর্ত তুলে নেয়া নেবে-এমন নিশ্চয়তা পেলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে। সরকারের অনুমতিতে দুই দফায় ছয় মাস করে শর্ত সাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।