খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি

- আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। চিকিৎসকদের ভাষায়, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণই খালেদা জিয়াকে বেশি ভোগাচ্ছে। এ কারণে শারীরিক দুর্বলতা বেড়ে যাচ্ছে। এ সমস্যার কারণ চিহ্নিত করতে এ পর্যন্ত তিন দফা এন্ডোসকপি করা হয়েছে। এদিকে অসুস্থতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে শুধু বাক যুদ্ধই চলছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে কোনো অগ্রগতি নেই।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, খালেদা জিয়া ক্রনিক লিভার ডিজিজের সঙ্গে ক্রনিক কিডনি ডিজিজেও ভুগছেন। লিভারের সমস্যা বেড়েছে। কেন পরিপাকতন্ত্রে বারবার রক্তক্ষরণ হচ্ছে, তা নির্ণয় করতে সর্বোচ্চ চেষ্টা করছে মেডিকেল বোর্ড। শরীরের খাদ্যনালির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অর্গান পর্যবেক্ষণ করা হচ্ছে। এই চিকিৎসক বলেন, আগে থেকেই খালেদা জিয়ার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হার্টের সমস্যা রয়েছে। এখন অ্যাডভান্স লিভার ডিজিজ সেন্টারে চিকিৎসা দেয়া প্রয়োজন। মেডিকেল বোর্ড সেগুলোই সুপারিশ করছে। খালেদা জিয়ার লিভার সিরোসিস রোগের কারণে গতকালও তার রক্তক্ষরণ অব্যাহত ছিল বলে জানা গেছে। এজন্য তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে।