খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন আশঙ্কাজনকভাবে অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬২৩ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন আশঙ্কাজনকভাবে অবনতি হচ্ছে। কারাগারে তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছে। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাগারে রেখে তাকে কষ্ট দেয়ার জন্যেই সরকার সুচিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। তার দাবি হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের শেখানো বক্তব্য দিলেও চিকিৎসা দিচ্ছে না। জনগনের সেন্টিমেন্টের তোয়াক্কা না করেই, খালেদা জিয়াকে নি:শ্বেষ করার খেলায় সরকার মেতে উঠেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। সুচিকিৎসার জন্যে শিগগিরই খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবিও জানান রুহুল কবির রিজভী।






















