খালেদা জিয়ার শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল

- আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আজ সন্ধ্যায় বাসায় ফিরে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তারা বলছেন, বাসাতেই চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করা হয়েছে। এদিকে, গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে এরওমধ্যে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন। কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। গেলো বছরের ১৩ নভেম্বর রক্ত বমির পর খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সাবেক এ প্রধানমন্ত্রী অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।