খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হবে না : হুঁশিয়ারি ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি না দিলে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাইসাইকেল রেলীর উদ্বোধন শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন,
ইভিএম না কোন পদ্ধতি ব্যবহার করে নির্বাচন হবে সে নিয়ে কোন মাথা ব্যথা নেই বিএনপির।
সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়তে হবে। এরপরেই নির্বাচন হবে। এ সময় বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হকসহ বিএনপি রংপুর বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।