খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
 - / ১৬৩১ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শ্রমিকদল।
দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, যুগ্ন-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া, ভালুকা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বরগুনা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
																			
																		













