খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সমাবেশে বক্তারা বলেন,সম্পুর্ণ ভুয়া মামলায় বেগম খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। মানবাধিকার ও আইনকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে আওয়ামীলীগ সরকার বিএনপি চেয়ারপার্সনকে তার মৌলিক অধিকার পূরণ করতে দেয়া হচ্ছে না। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাতে গিয়ে সরকারের জনপ্রীয়তা আজ শুন্যের কোটায় পৌছেছে। আর তাই তৃতীয় লিঙ্গের একজন সতন্ত্র প্রার্থীর কাছেও আওয়ামীলীগের পরাজয় ঘটছে। আর এই কারণেই দিনের ভোটে ভিত হয়ে প্রশাসনের মাধ্যমে রাতের ভোটকেই নিরাপদ ভাবছে সরকার।