খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার বা আওয়ামী লীগের কিছুই করার নেই: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার বা আওয়ামী লীগের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের আদেশের জন্য অপেক্ষা করার পরামর্শও দেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ঢাকা বিভাগের সব সাংগঠনিক জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের নিয়ে এই সভায় যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, সিটি নির্বাচনে ব্যর্থ হয়ে দেশে-বিদেশী পর্যবেক্ষক মহলে অপপ্রচারের চেষ্টা করছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয়, দুর্নীতির মামলা। তাই সিদ্ধান্ত নেবে আদালত। এখানে আওয়ামী লীগের কোনো হাতে নেই বলও মন্তব্য করেন তিনি।
এদিকে, করোনাভাইরাস অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই অবস্থান এখনও আসেনি বলেও জানান ওবায়দুল কাদের।