খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু

- আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে নেতারা বক্তব্য রাখছেন।কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে বিএনপি এবং ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। বক্তরা বলেন. আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। আবেদন নিবেদনের সময় নেই। খালেদা জিয়াকে মুক্ত করা হবে । খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে। নেতারা বলেন, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। গণতন্ত্রের মুক্তির জন্য রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে।সমাবেশকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাখা হয়েছে এপিসি, রায়টকার, জল কামানসহ সাঁজোয়া যান।