খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি নেত্রীকে মুক্তির বিষয়ে সরকার কোন ব্যবস্থা না নিলে আন্দোলনের মাত্রা গতিশীল করা হবে। তীব্র থেকে তীব্র আন্দোলনে দেশ অচল করে দেয়ার হুঁশিয়ারী দেনও বিএনপির এই নেতা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২৪ নভেম্বর জেলা পর্যায়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।