খালেদা জিয়ার মুক্তির জন্য স্বজনদের করা আবেদনটি বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বজনদের করা আবেদনটি বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, তাঁর মুক্তির বিষয়টি বিচার বিভাগের মতামতের উপরই নির্ভর করে। বিকেলে ঢাকার আগারগাঁওয়ে হজ্জ সেবা বুথ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় দেশে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা থাকলেও স্বতস্ফুর্তভাবে মুজিব শতবর্ষ উদযাপনে জনগণকে ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিস মিলনায়তনে হজ্জ সেবা বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসময় দেশে করোনা ভাইরাস শনাক্তের পর আগামী ১৭ মার্চ মুজিব শতবর্ষ উদযাপনে নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ তাদের ভালোবাসা থেকেই দিবসটি উদযাপন করবে।
এছাড়া, অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিচার বিভাগের মতামতের ওপর নির্ভর করছে।পরে, অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে হজ্জ সেবা বুথের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।