খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে খুলনা, বরিশাল, মুন্সিগঞ্জ-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে খুলনা, বরিশাল, মুন্সিগঞ্জ-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি। এতে বক্তারা দাবি করেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথের চূড়ান্ত গণঅভ্যূত্থান সৃষ্টির জন্য প্রস্তত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এম এ নাছেরের প্রতিবেদন।
সকালে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।
একই দাবিতে বরিশালে আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। বেলা ১২টায় নগরীর হাটখোলা রোডের এ. করিম আইডিয়াল কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এর আগে একই দাবীতে নগরীর দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।
নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের তেবারিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি তেবারিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘোরে। পরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।