খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে বিএনপি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তিনি বলেন, ক্রমাগত মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে তারা। দলের কাছেই নেতাদের একদিন জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন তিনি। সকালে ঢাকায় এক মতবিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর এবং মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে পরিবেশ অস্থিতিশীল করছে বিএনপি।
খালেদা জিয়া না থাকলে, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের কড়া জবাব দেন তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের কর্মসুচি সফলভাবে পালনে নেতা-কর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।