খালেদা জিয়াকে হত্যার হুমকিদাতা প্রধানমন্ত্রীকে আসামি করার ঘোষণা মোশাররফের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সনকে হত্যার হুমকি দেয়ায় প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি করে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির প্রয়াত সংসদ সদস্য নাসিরউদ্দীন পিন্টু’র সপ্তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো নয় দাবি করে তিনি বলেন, কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। কোনো ধরনের প্রলোভনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসারও প্রশ্ন আসে না বলেও মন্তব্য করেন বিএনপি’র সর্বোচ্চ ফোরামের এই নেতা। খন্দকার মোশাররফ বলেন, নাসিরুদ্দিন পিন্টু, ইলিয়াস আলীসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুমের পেছনে দায়ী ক্ষমতাসীনদের বিচার করবে জনগণ।