খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতরা।
সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভায় তারা এ কথা বলেন। এসময় তারা বলেন, বেগম জিয়ার কিছু হলে তার দায়িত্ব সরকারকে নিতে হবে। তখন তারা পালাবার পথ পাবেন না। বিএনপি নেতারা বলেন, দেশে এক নায়কতন্ত্র কায়েম করে সরকার জনগণের অধিকার হরণ করে নিয়েছে।